"Education is a business which enables a person to distinguish between right & wrong ."

Tuesday, July 28, 2020

বার্ষিক পরীক্ষার পর কী করবে তার জানিয়ে বন্ধুকে একটি পত্রিকা লিখ।

বার্ষিক পরীক্ষার পর কী করবে তার জানিয়ে বন্ধুকে একটি পত্রিকা লিখ।
তারিখ :
প্রিয় আরাফ,
কেমন আছো? নিশ্চয় ভালো আছো? বার্ষিক পরীক্ষার পর আমি ছুটিতে কী করব তাই  তোমাকে  জানাব। আগামী মাসে আমাদের পরীক্ষা শেষ হবে। পরীক্ষা শেষে কিছুদিন কোনো পড়ালেখা থাকবে না। তাই ভাবছি বেড়াতে যাব। আমার চাচা থাকেন মাগুরা জেলার কমলাপুর গ্রামে। আমি সেখানে বেড়াতে যাব। চাচা বাড়ির পাশ দিয়ে চলে গেছে গড়াই নদী। আমার চাচাত ও ফুফাত ভাই বোনদের সাথে আমি সারাদিন ঐ নদীতে মাছ ধরব, সাঁতার কাটব, গাছে উঠব, আরও অনেক আনন্দ করব। কয়েকদিন থেকে আমি আমার নানু বাড়ি যাব এবং পরীক্ষার ফলাফল বের না হওয়া পর্যন্ত থাকব। তুমি কী করবে?আমাকে  অবশ্যই জানাবে। তোমার আব্বু-আম্মুকে আমার শ্রদ্ধা ও ছোট ভাই-বোনদের স্নেহ দেবে।       


তোমারই প্রিয়,
শেরাফ

ডাক টিকিট

প্রেরক

      

প্রাপক

      




No comments:

Post a Comment

A School Library

A library a store house of knowledge. It is a apart and parcel of an educational institution. We have a big library in our school building....